বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের ঠিক মাঝ বরাবর এক দ্বীপের নাম সন্দ্বীপ। নানা রকমের বিশাল বিশাল জাহাজের আনাগোনা এই দ্বীপকে ঘিরে। এর সঙ্গে পাল্লা দিয়ে হুংকার ছাড়ে সাগরের মাতোয়ারা ঢেউ। নদী আর মোহনার এক ঘোলাটে মিশ্রণ ধীরে ধীরে নীলাভ হয়ে হারিয়ে গেছে গভীর সমুদ্রে, যাওয়ার আগে রেখে গেছে অদ্ভুত সুন্দর সবুজ এক দ্বীপ।
ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে সীতাকুন্ডের কুমিরা বাসস্ট্যvন্ড |এখান থেকে সন্দ্বীপ ঘাট প্রায় এক কিলোমিটার দূরে।
এখান থেকে সন্দ্বীপ ঘাট প্রায় এক কিলোমিটার দূরে। সন্দ্বীপ ঘাটের এক কিলোমিটার ব্রিজ, যেটা সোজা সাগরের দিকে চলে গেছে। সন্দ্বীপ যেতে হলে আমাদের এই ব্রিজ ধরেই শেষ মাথায় গিয়ে স্পিডবোটে উঠতে হবে।টানা ৩০ মিনিট সাগরের ওপর দিয়ে প্রায় উড়ে চলে &Zvici জল-সবুজের সন্দ্বীপে।বলে রাখা ভালো, সন্দ্বীপে যাতায়াতের প্রধান মাধ্যম এই মোটরসাইকেল, এ ছাড়া রিকশা আর হলুদ বেবিট্যাক্সি রয়েছে। ঢাকা থেকে বিদায় হওয়া ট্যাক্সিগুলো এখন প্রবল প্রতাপে দাপিয়ে বেড়াচ্ছে সাগরধোয়া দ্বীপটিতে।
পশ্চিম আকাশকে লালের আবিরে রাঙিয়ে কুয়াশার মতো ধীরে ধীরে নামল রঙিন সন্ধ্যা। সেLv‡b পশ্চিমপারের রহমতপুর সি-বিচ। বাংলাদেশে এiKg সবুজ সমুদ্রসৈকত Avi
GKwU †bB। যত দূর চোখ যায় সমান ঘাসের মাঝে মাঝে নারিকেলগাছের কী দারুণ সুন্দর একটা সৈকত! প্রতিটি গাছই যেন একেকটা ওয়ালপেপার, হুট করে দেখলে মনে হবে দূরদেশের কোনো এক আয়েশি সৈকত অপেক্ষায় আছে অতিথিদের।
যেভাবে যাবেন
ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে সীতাকুন্ডের সন্দ্বীপ ঘাটে নেমে যাবেন। সেখান থেকে স্পিডবোটে ৩০০ টাকা নেবে সন্দ্বীপ। সন্দ্বীপে যাতায়াত খরচ বেশি। কারণ, এখানে মোটরসাইকেল আর বেবিট্যাক্সি ছাড়া দূরে যাওয়ার আর কোনো উপায় নেই। এখানকার প্রতিটি পরিবারে কমপক্ষে একজন করে প্রবাসী আছেন, যিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী। ফলে এই দ্বীপের জীবনযাত্রার মান অনেক উন্নত। পর্যটক এখনো অনেক কম যায়, তবে সৈকতে ক্যাম্পিং করে নিরিবিলি রাত কাটাতে চাইলে এর থেকে ভালো জায়গা খুব কমই আছে।
ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে সীতাকুন্ডের সন্দ্বীপ ঘাটে নেমে যাবেন। সেখান থেকে স্পিডবোটে ৩০০ টাকা নেবে সন্দ্বীপ। সন্দ্বীপে যাতায়াত খরচ বেশি। কারণ, এখানে মোটরসাইকেল আর বেবিট্যাক্সি ছাড়া দূরে যাওয়ার আর কোনো উপায় নেই। এখানকার প্রতিটি পরিবারে কমপক্ষে একজন করে প্রবাসী আছেন, যিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী। ফলে এই দ্বীপের জীবনযাত্রার মান অনেক উন্নত। পর্যটক এখনো অনেক কম যায়, তবে সৈকতে ক্যাম্পিং করে নিরিবিলি রাত কাটাতে চাইলে এর থেকে ভালো জায়গা খুব কমই আছে।
No comments:
Post a Comment