ইট-পাথরের শহরে এ যেন সবুজের
সমাহার। সবুজের
মধ্যে মাঝে মাঝে উঁকিঝুঁকি মারছে নানা রঙের ফুল ও ফল।
সারি সারি গাছ। ফুল-ফল-ঔষধি-পাতাবাহার-বনসাই কী নেই! পড়ন্ত বিকেলে ঝিরঝির হিমেল হাওয়ার যখন গাছগুলো দোল খাচ্ছিল, তখন পাল্লা দিয়ে উড়ে বেড়াচ্ছিল কয়েকটি পাখি ও প্রজাপতি।
তাই একঘেয়েমি জীবনের ক্লান্তি দূর করতে কিছুটা সময়ের জন্য সবুজের বুকে ডুব দিয়ে আসতে পারেন নগরবাসী। বলছি
রাজধানীর শেরেবাংলা নগরে চলা জাতীয় বৃক্ষমেলা-২০১৭-এর কথা।
‘জীবিকার
জন্য গাছ, জীবনের জন্য গাছ’ স্লোগান নিয়ে গত ৪ জুন শুরু
হয় মাসব্যাপী এই মেলা। তবে
গত মাসের রোজা ও ঈদ থাকায়
দর্শনার্থী কম ছিল। তাই
সময় বাড়ানো হয়েছে। তবে
যেতে হলে হাতে সময় আছে মাত্র আর চার দিন। মেলা
চলবে ১৫ জুলাই পর্যন্ত।
No comments:
Post a Comment