Monday, 10 July 2017

সবুজের বুকে






ইট-পাথরের শহরে যেন সবুজের সমাহার সবুজের মধ্যে মাঝে মাঝে উঁকিঝুঁকি মারছে নানা রঙের ফুল ফল সারি সারি গাছ ফুল-ফল-ঔষধি-পাতাবাহার-বনসাই কী নেই! পড়ন্ত বিকেলে ঝিরঝির হিমেল হাওয়ার যখন গাছগুলো দোল খাচ্ছিল, তখন পাল্লা দিয়ে উড়ে বেড়াচ্ছিল কয়েকটি পাখি প্রজাপতি তাই একঘেয়েমি জীবনের ক্লান্তি দূর করতে কিছুটা সময়ের জন্য সবুজের বুকে ডুব দিয়ে আসতে পারেন নগরবাসী বলছি রাজধানীর শেরেবাংলা নগরে চলা জাতীয় বৃক্ষমেলা-২০১৭-এর কথা
জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছস্লোগান নিয়ে গত জুন শুরু হয় মাসব্যাপী এই মেলা তবে গত মাসের রোজা ঈদ থাকায় দর্শনার্থী কম ছিল তাই সময় বাড়ানো হয়েছে তবে যেতে হলে হাতে সময় আছে মাত্র আর চার দিন মেলা চলবে ১৫ জুলাই পর্যন্ত



No comments:

Post a Comment

Happy Friendship Day

Happy Friendship Day. Wish you all of my friends in the World. Facebook