Friday 28 July 2017

কাপ্তাই বাঁধ

কাপ্তাই বাঁধ
কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্র
পাকিস্তান সরকার ১৯৫৬ সালে আমেরিকার অর্থায়নে কাপ্তাই বাঁধ নির্মাণ শুরু করে ১৯৬২ সালে এর নির্মাণ শেষ হয় ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং ইউতাহ ইন্টারন্যাশনাল ইনকর্পোরেট ৬৭০. মিটার দীর্ঘ ৫৪. মিটার উচ্চতার বাঁধটি নির্মাণ করে বাঁধের পাশে ১৬টি জলকপাট সংযুক্ত ৭৪৫ ফুট দীর্ঘ একটি পানি নির্গমন পথ বা স্প্রিলওয়ে রাখা হয়েছে স্প্রিলওয়ে প্রতি সেকেন্ডে লাখ ২৫ হাজার কিউসেক ফিট পানি নির্গমন করতে পারে প্রকল্পের জন্য তখন প্রায় ২৫ কোটি ৪০ লাখ টাকা বাজেট নির্ধারণ করা হলেও পরে তা ৪৮ কোটি ছাড়িয়ে যায়
অধিভুক্ত এলাকা
কাপ্তাই হ্রদের কারণে ৫৪ হাজার একর কৃষি জমি ডুবে যায় যা এলাকার মোট কৃষি জমির ৪০ শতাংশ এছাড়া সরকারি সংরক্ষিত বনের ২৯ বর্গমাইল এলাকা অশ্রেণীভুক্ত ২৩৪ বর্গমাইল বনাঞ্চলও ডুবে যায় প্রায় ১৮ হাজার পরিবারের মোট এক লাখ মানুষ বাস্তুচ্যূত হয়
বিদ্যুৎ উৎপাদন
প্রথমে এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ধরা হয়েছিল লাখ ২০ হাজার কিলোওয়াট প্রথমে ৪০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নম্বর ইউনিট স্থাপন করা হলেও পরে ১৯৬৯ সালের ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নম্বর ইউনিটের কাজ শুরু হয় বর্তমানে মোট পাঁচটি ইউনিট চালু আছে যার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট
পর্যটন
কাপ্তাই হ্রদের ঝুলন্ত ব্রীজ
কাপ্তাই লেককে ঘিরেই মূলত রাঙামাটি জেলার পর্যটন শিল্প গড়ে উঠেছে এই লেকের উপর রয়েছে বিখ্যাত ঝুলন্ত ব্রীজ লেকের দুই ধারই পাহাড়-টিলা দিয়ে ঘেরা ট্রলার ভাড়া করে লেকে ভ্রমণ করা যায় ট্রলারে করে যাওয়া যায় শুভলং জলপ্রাপাতে লেকের পাড়ে রয়েছে নতুন চাকমা রাজবাড়ি বৌদ্ধ মন্দির পুরাতন চাকমা রাজবাড়ি কাপ্তাই বাঁধ নির্মানের সময় লেকে তলিয়ে যায় রাজবন বিহার বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম বিহার রাঙামাটি শহরের অদূরেই অবস্থিত, যা পূণার্থী এবং দর্শনার্থীদের অন্যতম আর্কষনীয় স্থান



কীভাবে যাবেন?
ঢাকা থেকে কাপ্তাই যাওয়ার সরাসরি বাস রয়েছে কায়াক ক্লাবে কায়াকিং করতে ঘণ্টায় লাগবে ৩০০ টাকা উল্লেখ্য, ফেসবুকে কায়াক ক্লাবের পেইজে আগে থেকে যোগাযোগ করে যাওয়া ভালো কারণ, আবহাওয়া বা অন্যান্য বিশেষ কারণে কায়াকিং বন্ধ থাকতে পারে কায়াকিং করা যায় সন্ধ্যা পর্যন্ত সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় জনপ্রতি ১৫ টাকা নেবে শেখ রাসেল ইকোপার্কে যেতে কেব্ কারে জনপ্রতি ২৩০ টাকা লাগবে













No comments:

Post a Comment

Happy Friendship Day

Happy Friendship Day. Wish you all of my friends in the World. Facebook